হোম > সারা দেশ > যশোর

চৌগাছায় ২০ ঘণ্টায় সড়কে ঝরল কলেজছাত্রসহ তিনজনের প্রাণ

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় ২০ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা ও গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলায় দুটি সড়ক দুর্ঘটনায় তাঁরা মারা যান। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের পলুয়া মসজিদের সামনে দ্রুত গতির একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী আইয়ুব আলী (৫৫) এবং নুর ইসলাম (৪১) ঘটনাস্থলেই মারা যান। তাঁরা উপজেলার পাশাপোল ইউনিয়নের মালিগাতি থেকে মোটরসাইকেলে পাশের ঝিকরগাছার ছুটিপুর বাজারে যাচ্ছিলেন। 

মৃত আইয়ুব আলী উপজেলার পাশাপোল ইউনিয়নের হাউলি গ্রামের এবং নুর ইসলাম একই ইউনিয়নের মালিগাতি গ্রামের বাসিন্দা। 

এদিকে দুর্ঘটনার পর কিছু দুর গিয়ে ট্রাকচালক ট্রাকটি (সাতক্ষীরা-ট-১১-০৩৫৮) রাস্তায় রেখে পালিয়ে যান। পরে দশপাকিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি ও ট্রাকটি নিজেদের হেফাজতে নেয়। 

এর আগে সোমবার রাত সাড়ে ৭টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের হাজরাখানা কবরস্থান নামক স্থানে একটি মোটরসাইকেলকে চাপা দেয় একটি অজ্ঞাতনামা ট্রাক্টর। এতে শাওন হোসেন (২২) নামে এক কলেজশিক্ষার্থী মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তাঁর মৃত্যু হয়। শাওন ঝিনাইদহের মহেশপুর উপজেলার শংকরহুদা-বাথানগাছি গ্রামের মাসুদ হোসেনের ছেলে এবং একটি কলেজে অনার্সের শিক্ষার্থী ছিলেন। চৌগাছা থেকে মহেশপুর যাওয়ার পথে এই ঘটনা ঘটে। 

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে