হোম > সারা দেশ > যশোর

যশোরে ইটভাটায় নারী শ্রমিককে ধর্ষণ, দুই সহকর্মী গ্রেপ্তার

­যশোর প্রতিনিধি

যশোরে ইটভাটায় নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুজন। ছবি: আজকের পত্রিকা

যশোরে ইটভাটায় এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই শ্রমিককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার দুপুরে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের আকরাম হোসেন ও একই গ্রামের রাব্বি হোসেন।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, এক নারী কয়েক মাস ধরে তাঁর স্বামীর সঙ্গে সদরের একটি ইটভাটায় কাজ করছিলেন। সেখানেই একটি ঘরে তিনি স্বামী, সন্তানসহ বসবাস করেন। আজ ভোররাতে ইটভাটার কাজ শেষে পাশের পুকুরে তিনি গোসল করতে গেলে আকরাম তাঁকে মুখ চেপে ধরে নিয়ে ধর্ষণ করেন। এতে রাব্বি সহযোগিতা করেন। পরে ভুক্তভোগী নারী বিষয়টি ভাটার মালিক ও স্বামীকে জানান। তাঁদের সহায়তায় কোতোয়ালি থানায় অভিযোগ দিলে পুলিশ দুজনকে আটক করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যশোরে ছাত্রদলের ম্যারাথনে দৌড়ালেন পাঁচ শতাধিক নবীন-প্রবীণ

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর