হোম > সারা দেশ > যশোর

যশোরে ইটভাটায় নারী শ্রমিককে ধর্ষণ, দুই সহকর্মী গ্রেপ্তার

­যশোর প্রতিনিধি

যশোরে ইটভাটায় নারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুজন। ছবি: আজকের পত্রিকা

যশোরে ইটভাটায় এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই শ্রমিককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার দুপুরে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের আকরাম হোসেন ও একই গ্রামের রাব্বি হোসেন।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, এক নারী কয়েক মাস ধরে তাঁর স্বামীর সঙ্গে সদরের একটি ইটভাটায় কাজ করছিলেন। সেখানেই একটি ঘরে তিনি স্বামী, সন্তানসহ বসবাস করেন। আজ ভোররাতে ইটভাটার কাজ শেষে পাশের পুকুরে তিনি গোসল করতে গেলে আকরাম তাঁকে মুখ চেপে ধরে নিয়ে ধর্ষণ করেন। এতে রাব্বি সহযোগিতা করেন। পরে ভুক্তভোগী নারী বিষয়টি ভাটার মালিক ও স্বামীকে জানান। তাঁদের সহায়তায় কোতোয়ালি থানায় অভিযোগ দিলে পুলিশ দুজনকে আটক করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার

৪ কোটি টাকা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে চার্জশিট