হোম > সারা দেশ > যশোর

মনিরামপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

রমেশ দেবনাথ। ছবি: সংগৃহীত

যশোরের মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথকে (২৫) আটক করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার গাংড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। রমেশ ওই গ্রামের অসীত দেবনাথের ছেলে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী এই তথ্য নিশ্চিত করেছেন।

রমেশ দেবনাথের ভাই পরেশ দেবনাথ বলেন, ‘উপজেলার গাংড়া মাঠে আমাদের একটি গভীর নলকূপ (সেচপাম্প) আছে। শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পরের দিন তা দখলে নিয়ে সেচ ঘরে তালাবন্ধ করে দেয় স্থানীয় কয়েক জন। আমরা বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছিলাম।’

তিনি বলেন, ‘থানায় অভিযোগের বিষয়টি টের পেয়ে আমাদের ওপর ক্ষিপ্ত হয় তারা। আমার ভাই রমেশ দেবনাথ গত কয়েক মাস পলাতক থেকে সম্প্রতি বাড়ি ফিরেছেন। আজ দুপুরে গাংড়া মাঠে বোরো ধানের বীজতলা তৈরির কাজ করছিল সে। ওই সময় সেচযন্ত্র দখলকারীরা রমেশকে মাঠে ফেলে মারধর করে। রমেশকে বাঁচাতে এসে আমার বোন ও কাকা মারপিটের শিকার হন।’

পরেশ দেবনাথ আরও বলেন, ‘আজ (শনিবার) দুপুরে রমেশকে মারধর করে ছাত্রলীগ করার অপরাধে পুলিশে ধরিয়ে দেয় হামলাকারীরা। ছাত্রলীগ করলেও রমেশের বিরুদ্ধে কোন মামলা নেই।’

ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, ‘রমেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’ কোনো মামলা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘পরে জানাচ্ছি।’

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে