হোম > সারা দেশ > যশোর

চৌগাছায় হাতুড়ি নিয়ে ভোটারদের ধাওয়া, যুবকের জেল-জরিমানা

যশোর প্রতিনিধি

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে যশোরের চৌগাছা উপজেলার বড় কাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হাতুড়ি নিয়ে ভোটারদের মারতে উদ্যত হওয়ায় আব্দুল মাজিদ (৩৫) নামে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ মঙ্গলবার বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে। চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডিত আব্দুল মাজেদ ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে। 

স্থানীয়রা জানিয়েছেন, চৌগাছা উপজেলা স্বরূপদাহ ইউনিয়নের বড়কাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট চলছিল। বেলা আড়াইটার দিকে আব্দুল মজিদ বাড়ি থেকে একটি হাতুড়ি নিয়ে এসে ভোটারদের মারতে উদ্যত হন। এ সময় পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাজা দেন। 

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, আব্দুল মজিদ সাধারণ ভোটারের মধ্য ভীতি প্রদর্শনের জন্য হাতুড়ি বের করেছিলেন। যে কারণে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানার আদেশ দেন। আব্দুল মজিদকে কারাগারে পাঠানো হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানোর কারণে আব্দুল মজিদকে সাজা প্রদান করা হয়েছে।

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে