হোম > সারা দেশ > যশোর

কুয়েত নিতে দেরি করায় কলেজছাত্রের ‘আত্মহত্যা’

যশোরের মনিরামপুরে রাকিবুল ইসলাম (২২) নামের এক কলেজছাত্র বিষপানে ‘আত্মহত্যা’ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে মনিরামপুর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

রাকিবুল ইসলাম উপজেলার ঘুঘুদা গ্রামের কুয়েতপ্রবাসী মশিয়ার রহমানের ছেলে। তিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

স্বজনদের দাবি, বাবা কুয়েত নিতে দেরি করায় ক্ষোভে কলেজছাত্র রাকিবুল ‘আত্মহত্যা’ করেছেন। 

স্থানীয় ইউপি সদস্য বাবর আলী বলেন, ‘রাকিবুলের বাবা দীর্ঘদিন ধরে কুয়েতে থাকেন। তিনি ছেলেকে সেখানে নিতে চেয়েছিলেন। এ জন্য রাকিবুল পাসপোর্ট করেছিলেন। কিন্তু সব কার্যক্রম শেষ করে তাঁকে বিদেশ নিতে দেরি হচ্ছিল বাবা মশিয়ারের। এতে রাকিবুল ক্ষিপ্ত হয়ে ওঠেন। দ্রুত বিদেশে নিতে না পারলে তিনি আত্মহত্যা করবেন বলে বাবা-মাকে হুমকিও দেন।’ 

তিনি আরও বলেন, ‘তিন-চার দিন ধরে রাকিবুল মায়ের ওপর রাগ করে ছিলেন। এরপর আজ (মঙ্গলবার) সকালে তিনি বিষপান করেন। টের পেয়ে বাড়ির লোকজন তাঁকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেন। সেখান থেকে দুপুরে মনিরামপুর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’ 

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছি। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’ 

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড