হোম > সারা দেশ > যশোর

বিয়েবাড়িতে বোমা বিস্ফোরণ, দুই যুবক আটক

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় বিয়েবাড়িতে বোমা বিস্ফোরণ ঘটায় কয়েকজন যুবক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে দুজনকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি বোমা, বিস্ফোরিত একটি বোমার আলামত ও একটি চাকু উদ্ধার করে পুলিশ।

সোমবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদের পেছনে। আটক দুই যুবক হলেন অয়ন (১৯) ও আমানউল্লাহ (১৯)। এ ঘটনায় প্রধান অভিযুক্ত স্থানীয় যুবক শুভ (১৯)।

পাত্রীর বাবা শুকুর আলী অভিযোগ করে বলেন, ‘এলাকার জাকিরের ছেলে শুভ আমার মেয়ে সাদিয়া আক্তারকে প্রেমের নিবেদনের পাশাপাশি কুপ্রস্তাব দিত এবং উত্ত্যক্ত করত। আমার মেয়ে রাজি ছিল না। সে কারণে মেয়েকে নড়াইল জেলা সদরের ভাঙ্গুড়ায় বিয়ে দিই। গত রাতে আমার বাসায় মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। রাত ১২টার দিকে শুভ, আমানউল্লাহ, অয়নসহ ৭-৮ জন আমার বাড়িতে এসে বোমা ফাটিয়ে ত্রাসের সৃষ্টি করে। খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার অংশ এবং জালের কয়েকটি কাঠি উদ্ধার করে দুজনকে আটক করে।’ 

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আ ফ ম মনিরুজ্জামান বলেন, বিয়েবাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অপরাধে আমানউল্লাহ ও অয়ন নামে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে দুটি বোমা ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার অংশ ও উদ্ধার করে আনা হয়েছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। 

দুদকের জালে এমপি মন্ত্রী আমলা

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছি রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়: মেঘমল্লার বসু

যশোরে বাবার সামনেই ছুরিকাঘাতে ছেলেকে হত্যা

যশোর কারাগারে আত্মহত্যা করেছেন ‘দেশসেরা উদ্ভাবক’ মিজান

যশোরে বিএনপি অফিসে হামলা: আ.লীগ নেতা কারাগারে

শীতের রোগে শয্যাসংকট

চুরির দায়ে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর এক দিন পরই পালাল কিশোর

সারসংকট নিরসনসহ ৫ দফা কৃষক খেতমজুর সমিতির, যশোর ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

খুলনার শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ যশোরে গ্রেপ্তার

গদখালীর ফুলবাজার: ফুলের গায়ে ভোটের হাওয়া