হোম > সারা দেশ > যশোর

বিয়েবাড়িতে বোমা বিস্ফোরণ, দুই যুবক আটক

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় বিয়েবাড়িতে বোমা বিস্ফোরণ ঘটায় কয়েকজন যুবক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে দুজনকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি বোমা, বিস্ফোরিত একটি বোমার আলামত ও একটি চাকু উদ্ধার করে পুলিশ।

সোমবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদের পেছনে। আটক দুই যুবক হলেন অয়ন (১৯) ও আমানউল্লাহ (১৯)। এ ঘটনায় প্রধান অভিযুক্ত স্থানীয় যুবক শুভ (১৯)।

পাত্রীর বাবা শুকুর আলী অভিযোগ করে বলেন, ‘এলাকার জাকিরের ছেলে শুভ আমার মেয়ে সাদিয়া আক্তারকে প্রেমের নিবেদনের পাশাপাশি কুপ্রস্তাব দিত এবং উত্ত্যক্ত করত। আমার মেয়ে রাজি ছিল না। সে কারণে মেয়েকে নড়াইল জেলা সদরের ভাঙ্গুড়ায় বিয়ে দিই। গত রাতে আমার বাসায় মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। রাত ১২টার দিকে শুভ, আমানউল্লাহ, অয়নসহ ৭-৮ জন আমার বাড়িতে এসে বোমা ফাটিয়ে ত্রাসের সৃষ্টি করে। খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার অংশ এবং জালের কয়েকটি কাঠি উদ্ধার করে দুজনকে আটক করে।’ 

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আ ফ ম মনিরুজ্জামান বলেন, বিয়েবাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অপরাধে আমানউল্লাহ ও অয়ন নামে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে দুটি বোমা ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার অংশ ও উদ্ধার করে আনা হয়েছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। 

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে