হোম > সারা দেশ > যশোর

ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে মাদ্রাসাছাত্রকে (১৪) ধর্ষণের অভিযোগে হাফেজ মো. সাইফুল্লাহ ওরফে সাইফুল্লাহ হুজুর (২৮) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৬ মে) রাতে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক এবং জেলার বাঘারপাড়া উপজেলার খলশী গ্রামের নূর ইসলামের ছেলে। 

ওই মাদ্রাসাছাত্র আজকের পত্রিকাতে জানায়, গত বুধবার (২৪ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নিজের রুমে ডেকে এনে সাইফুল্লাহ হুজুর তাকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে কালো জাদুর মাধ্যমে তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছেন সাইফুল্লাহ। পরদিন ২৫ মে অসুস্থ অবস্থায় সে বাড়ি ফিরে আসে।

ওই ছাত্রের বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানার পর গতকাল বিকেলে ছেলেকে সঙ্গে নিয়ে সাইফুল্লাহ হুজুরের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেছি এবং তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছি।’ 

তবে হাফেজ মো. সাইফুল্লাহ এসব অভিযোগ সত্য নয় বলে দাবি করে বলেন, ‘ওই ছাত্রকে একটু মারধর করেছিলাম।’ 

এ নিয়ে অভয়নগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদি মাসুদ বলেন, ‘মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষক মো. সাইফুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

বেনাপোলে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

দুদকের জালে এমপি মন্ত্রী আমলা

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছি রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়: মেঘমল্লার বসু

যশোরে বাবার সামনেই ছুরিকাঘাতে ছেলেকে হত্যা

যশোর কারাগারে আত্মহত্যা করেছেন ‘দেশসেরা উদ্ভাবক’ মিজান

যশোরে বিএনপি অফিসে হামলা: আ.লীগ নেতা কারাগারে

শীতের রোগে শয্যাসংকট

চুরির দায়ে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর এক দিন পরই পালাল কিশোর

সারসংকট নিরসনসহ ৫ দফা কৃষক খেতমজুর সমিতির, যশোর ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

খুলনার শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ যশোরে গ্রেপ্তার