হোম > সারা দেশ > যশোর

ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে মাদ্রাসাছাত্রকে (১৪) ধর্ষণের অভিযোগে হাফেজ মো. সাইফুল্লাহ ওরফে সাইফুল্লাহ হুজুর (২৮) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৬ মে) রাতে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক এবং জেলার বাঘারপাড়া উপজেলার খলশী গ্রামের নূর ইসলামের ছেলে। 

ওই মাদ্রাসাছাত্র আজকের পত্রিকাতে জানায়, গত বুধবার (২৪ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নিজের রুমে ডেকে এনে সাইফুল্লাহ হুজুর তাকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে কালো জাদুর মাধ্যমে তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছেন সাইফুল্লাহ। পরদিন ২৫ মে অসুস্থ অবস্থায় সে বাড়ি ফিরে আসে।

ওই ছাত্রের বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানার পর গতকাল বিকেলে ছেলেকে সঙ্গে নিয়ে সাইফুল্লাহ হুজুরের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেছি এবং তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছি।’ 

তবে হাফেজ মো. সাইফুল্লাহ এসব অভিযোগ সত্য নয় বলে দাবি করে বলেন, ‘ওই ছাত্রকে একটু মারধর করেছিলাম।’ 

এ নিয়ে অভয়নগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদি মাসুদ বলেন, ‘মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষক মো. সাইফুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল