হোম > সারা দেশ > যশোর

শিক্ষক পরিচয়ে ভ্যান চুরি

মনিরামপুরে শিক্ষক পরিচয়ে ভ্যান চুরির ঘটনার ২৪ ঘণ্টা পরে সিসি ক্যামেরার মাধ্যমে তাঁর ছবি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ ছবি উদ্ধার করা হয়। এর আগে গতকাল বুধবার বেলা ১২টার দিকে এ চুরির ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার খোঁজালীপুর গ্রামের লিটন হোসেন ও তাঁর ছেলে গোলাম রসুল একটি ইঞ্জিনচালিত ভ্যান চালান। গতকাল গোলাম রসুল ভ্যান নিয়ে বের হয়। এ সময় বেলা সাড়ে ১১টার দিকে সোহরাবমোড় থেকে একজন যাত্রী ভ্যানে ওঠেন। ওই যাত্রী বাকোশপোল স্কুলের শিক্ষক বলে নিজের পরিচয় দেন এবং মনিরামপুর বাজারের রোকেয়া ক্লিনিকে যাবেন বলে জানান। কিছুক্ষণ পর একজন লোক ভ্যানের পেছনে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন বলে লক্ষ্য করে গোলাম রসুল। কিন্তু ১২টায় দিকে মোটরসাইকেলটি ওই ক্লিনিকের আগেই থেমে যায়। 

পরবর্তীতে গোলাম রসুল তাঁর ভ্যানের যাত্রীকে নিয়ে ক্লিনিকের সামনে গেলে তাঁর হাতে একটি কাগজ ধরিয়ে দিয়ে মোটরসাইকেলের লোকটিকে দিয়ে আসতে বলেন। এ সময় রসুল ওই লোকটিকে দিতে গেলে তাঁকে পাননি। পরে ফেরত এসে দেখেন তাঁর ভ্যান ও ওই যাত্রী নেই। 

এ বিষয়ে লিটন হোসেন বলেন, গতকাল রাত পর্যন্ত খোঁজাখুঁজি করে ভ্যানের সন্ধান পাইনি। আজ সকালে একজনের পরামর্শে বাজারের শিশুতলা মোড়ের সোনালি করপোরেশনের সিসি ক্যামেরা দেখে ওই যাত্রীর ছবি উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ বিকেলে মনিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। 

মনিরামপুর থানার ডিউটি অফিসার এএসআই মিরা খাতুন বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক