হোম > সারা দেশ > যশোর

যশোরে সাড়ে ৪ কোটি টাকার সোনার বারসহ ২ পাচারকারী গ্রেপ্তার

­যশোর প্রতিনিধি

যশোরে সোনার বারসহ গ্রেপ্তার দুজন। ছবি: আজকের পত্রিকা

যশোরে অভিযান চালিয়ে সোনার ২৩টি বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব সোনার ওজন ৩ কেজির বেশি এবং মূল্য সাড়ে ৪ কোটি টাকার বেশি। এ ঘটনায় দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার ভোরে সদরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযুক্ত দুজন হলেন শার্শা উপজেলার সালতা গ্রামের আরিফুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আব্দুল মালেকের ছেলে মো. মেহেদী হাসান (২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজন স্বীকার করেছেন, তাঁরা ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারিদের কাছে থেকে সোনার বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশে যশোর-মহেশপুর সীমান্তে যাচ্ছিলেন।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদগড় বাসস্ট্যান্ড-সংলগ্ন রাস্তায় একটি টহল দল অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তিকে তল্লাশি করে তাঁদের কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা ২৩টি সোনার বার জব্দ করা হয়। বারগুলোর ওজন ৩ কেজি ৯৫ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫৭ লাখ টাকা। পরে দুজনের বিরুদ্ধে মামলা করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

যশোরে ছাত্রদলের ম্যারাথনে দৌড়ালেন পাঁচ শতাধিক নবীন-প্রবীণ

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর