হোম > সারা দেশ > যশোর

ঝিকরগাছায় ট্রেনে কাটা পড়ে সাবেক আওয়ামী লীগ নেতার মৃত্যু

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় ট্রেনে কাটা পড়ে গোলাম রসুল (৭৮) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ বুধবার ঝিকরগাছা সরকারি শহীদ মশিউর রহমান কলেজের সামনে সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত আজকের পত্রিকা এ তথ্য নিশ্চিত করেছেন। 

গোলাম রসুল উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বল্লা হলেও পৌরসভার বোটঘাট এলাকায় বসবাস করছিলেন। 

স্থানীয়রা জানান, সকাল সাড়ে এগারোটার দিকে ঝিকরগাছা সরকারি শহীদ মশিউর রহমান কলেজের সামনে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী কমিউটার ট্রেনে কাটা পড়েন গোলাম রসুল। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহতের বড় ছেলে ফিরোজ কবির বলেন, ‘বেশ কিছুদিন ধরে বাবা গ্রামের বাড়িতে ছিলেন। আজ সকালে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে শুনি বাবা ঝিকরগাছায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।’ 

এর আগে গত মঙ্গলবার সকালে গদখালীর সৈয়দপাড়ায় ট্রেনের ধাক্কায় নিহত হন ইউপি চেয়ারম্যান শাহাজান আলী।

যশোরে ছাত্রদলের ম্যারাথনে দৌড়ালেন পাঁচ শতাধিক নবীন-প্রবীণ

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর