হোম > সারা দেশ > যশোর

দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কা, চালক ও সহকারী নিহত

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

মনিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়। ছবি: আজকের পত্রিকা

যশোরের মনিরামপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে চলন্ত অপর একটি ট্রাকের ধাক্কায় চালক ও সহকারী নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) সকাল ৬টার দিকে মনিরামপুর বাজারের উত্তর প্রান্তে পুরাতন তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক রাজু হোসেন (৩২) ও তাঁর সহকারী এরফান হোসেন (২৮)। দুজনের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর-চুকনগর সড়কে একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে মাছের খাদ্য নিয়ে সাতক্ষীরার দিকে যাওয়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা চালক ও সহকারী ঘটনাস্থলেই প্রাণ হারান।

মনিরামপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়েছিলেন। আমরা ট্রাকের সামনের অংশ কেটে দুজনের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেছি।’

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ থানার হেফাজতে রয়েছে। তাঁরা সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা। পরিচয় নিশ্চিত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার

৪ কোটি টাকা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে চার্জশিট

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যশোর সীমান্তে কড়া নজরদারি

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চার দম্পতি ও ১ বৃদ্ধা আটক

যশোরের শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাক’ মিলন ঢাকায় গ্রেপ্তার

ওসমান হাদির মাগফিরাত কামনায় যশোরে দোয়া

যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ

যশোরে আচরণবিধি লঙ্ঘন করে নেতা-কর্মীদের শোডাউন, বিএনপি প্রার্থীকে শোকজ