হোম > সারা দেশ > যশোর

পাটখেতে নিয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম, আটক ২ 

যশোরের মনিরামপুরের এক ইউনিয়ন যুবলীগের সভাপতিকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে তাঁর ওপর হামলা হয়েছে বলে দাবি স্বজনদের।

গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মোবারকপুর গ্রামে ঘটনাটি ঘটে।

যুবলীগের নেতার নাম ইমরান খান পান্না (৪২)। তিনি মোবারকপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান খানের ছেলে। ইমরান খান উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি।

এদিকে আটক দুজন হলেন একই গ্রামের শাহিন খান বাবু ও সাব্বির হোসেন।

ইমরান খানের বড় ভাই ফিরোজ খান আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার রাত সাড়ে ৮টার দিকে মশ্মিমনগরে ফুপাতো ভাইয়ের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন পান্না। বাড়ি থেকে কিছুটা দূরে একটি ফাঁকা মাঠে মুখোশধারী সাত-আট জন তাঁর গাড়ি আটকায়। পরে তারা পান্নাকে রাস্তার নিচে পাটখেতে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পান্নার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীরা ধারাল অস্ত্র দিয়ে তাঁর কপালের বাঁ পাশে ও ডান পায়ের হাঁটুতে কুপিয়ে জখম করেছে।’

ফিরোজ খান আরও বলেন, ‘হামলাকারীদের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। তবে পান্না সবাইকে চিনতে পেরেছে। জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে আমাদের পুরোনো বিরোধ। সেই সূত্র ধরে পান্নার ওপর হামলা হয়েছে।’

এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘ঘটনার পরপরই থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে দুজনকে আটক করেছে। জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা হয়েছে বলে জেনেছি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার

৪ কোটি টাকা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে চার্জশিট

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যশোর সীমান্তে কড়া নজরদারি

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চার দম্পতি ও ১ বৃদ্ধা আটক

যশোরের শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাক’ মিলন ঢাকায় গ্রেপ্তার

ওসমান হাদির মাগফিরাত কামনায় যশোরে দোয়া

যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ

যশোরে আচরণবিধি লঙ্ঘন করে নেতা-কর্মীদের শোডাউন, বিএনপি প্রার্থীকে শোকজ