হোম > সারা দেশ > যশোর

স্ত্রীর স্বীকৃতি পেতে ২ দিন ধরে তরুণের বাড়িতে

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে স্ত্রীর স্বীকৃতি পেতে দুদিন ধরে শামীম আজাদের (২২) বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। এর পর থেকে পলাতক রয়েছেন শামীম আজাদ। এদিকে বিষয়টি ছড়িয়ে পড়লে ওই বাড়িতে ভিড় করেন উৎসুক জনতারা। 

গত বুধবার বেলা ১১টা থেকে ওই তরুণী (২০) উপজেলার সুফলাকাটি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে শামীমের বাড়িতে অবস্থান নেন। শামীম ওই গ্রামের জাকাত আলী মোড়লের ছেলে এবং তরুণীর বাড়ি গৌরীঘোনা ইউনিয়নের দশকাহুনিয়া গ্রামে। 

ভুক্তভোগী ওই তরুণী বলেন, কলেজে পড়াকালীন চার বছর আগে মুঠোফোনের মাধ্যমে শামীমের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তার সঙ্গে শামীমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যেত শামীম। চলতি বছরের ৬ আগস্ট খুলনার ডুমুরিয়া উপজেলার একটি বাড়িতে ৩ লাখ টাকা কাবিনে বিয়ে করে শামীম। 

ওই তরুণী আরও বলেন, শামীম ফায়ার সার্ভিসে চাকরির কথা বলে বিয়ের বিষয়টি গোপন রাখতে বলেন। সম্প্রতি শ্বশুরবাড়িতে নিতে বললে শামীম যোগাযোগ বন্ধ করে দেয়। তাই স্ত্রীর স্বীকৃতির দাবিতে শামীমের বাড়িতে বুধবার থেকে অবস্থান নিতে হয়। মেনে না নেওয়া পর্যন্ত এখান থেকে যাওয়া হবে না। 

এ বিষয়ে জানতে শামীমের মোবাইল ফোনে কল দিলে তাঁর ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে শামীমের বাবা জাকাত আলী মোড়ল বলেন, ‘তাদের বিয়ে হয়েছিল এবং পরবর্তীতে খোলা তালাকও হয়ে গেছে।’ 

সুফলকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কালাম পাটোয়ারি বলেন, স্ত্রীর স্বীকৃতি পেতে দুই দিন ধরে ওই তরুণী শামীমের বাড়িতে অবস্থান নিয়েছেন। তাকে ওই পরিবারের পক্ষ থেকে খাওয়া-দাওয়া দেওয়া হয়েছে। আজ শুক্রবারও ওই বাড়িতে তরুণী রয়েছে বলে। তবে ওই তরুণীকে তালাকও দেওয়া হয়েছে। 

এ বিষয়ে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) গোরা চাঁদ দাশ বলেন, ‘খবর পেয়ে ওই বাড়িতে গিয়েছিলাম। ওই তরুণীকে এ বিষয়ে থানায় অভিযোগ করতে বলা হয়েছে।’

যশোরে ছাত্রদলের ম্যারাথনে দৌড়ালেন পাঁচ শতাধিক নবীন-প্রবীণ

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর