হোম > সারা দেশ > যশোর

বিয়ের দুই মাসের মাথায় বাবার বাড়িতে তরুণীর আত্মহত্যা

যশোরের মনিরামপুরে সোনিয়া খাতুন (১৮) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার উত্তর লাউড়ি গ্রামে বাবার বাড়িতে ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে তিনি আত্মহত্যা করেন। সোনিয়া ওই গ্রামের হারুন অর রশিদের মেয়ে।

জোর করে বিয়ে দেওয়ায় সোনিয়া আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

সোনিয়ার চাচাতো ভাই মেহেদী হাসান বলেন, ‘দুই মাস আগে উপজেলার তাহেরপুর এলাকার জনৈক আবু রাসেল জিয়ার সঙ্গে সোনিয়ার বিয়ে হয়। কিন্তু তাঁদের দাম্পত্য জীবন সুখের ছিল না।’

জনি বলেন, ‘আট–দশ দিন আগে স্বামীর বাড়ি থেকে লাউড়ি গ্রামে বাবার বাড়িতে আসে সোনিয়া। আজ নিজ ঘরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কী কারণে সোনিয়া এ কাজ করল বুঝতে পারছি না।’

খোঁজ নিয়ে জানা গেছে, রাসেলের সঙ্গে বিয়েতে সোনিয়ার অমত ছিল। বাবা-মা জোর করে বিয়ে দেন।

সোনিয়ার বাবা হারুন অর রশিদ বলেন, ‘৮-১০ দিন আগে মেয়ে আমার বাড়িতে আসে। আজ দুপুরে গোসল করে নিজের ঘরে ঘুমাতে যায়। বিকেলে জাগাতে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে মেয়ের লাশ ঝুলে আছে।’

হারুন অর রশিদ দাবি করেন, দুই পরিবারের মধ্যে দেখাশোনা করেই বিয়ে হয়েছে। তাঁর বাড়ি আসার পর জামাইয়ের সঙ্গে মোবাইল ফোনে মেয়ের কথা হতো।

মনিরামপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘দুইমাস আগে মেয়েটির বিয়ে হয়েছে। পারিবারিক অশান্তিতে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। আমরা লাশ মর্গে পাঠাচ্ছি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।’

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড