হোম > সারা দেশ > যশোর

স্কুলছাত্রীর আত্মহত্যা: লাশ নিয়ে মহাসড়কে বিক্ষোভ 

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় স্কুলছাত্রী অনি রায়ের আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচার দাবিতে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করেছেন গ্রামবাসী। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলা মোড়ে মহাসড়কে লাশ রেখে অবরোধ করেন তাঁরা। 

এর আগে ময়নাতদন্ত শেষে কৃষ্ণনগর মিস্ত্রিপাড়ার বাড়ি থেকে লাশ নিয়ে মিছিল করেন আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। এ সময় ‘আমার বোন মরলো কেন, খুনি সাকিব জবাব চাই, সামাদ স্যার জবাব চাই’ সহ নানা স্লোগান দেন তাঁরা। 

নিহত অনি রায় উপজেলার হাসপাতাল রোড মিস্ত্রিপাড়া এলাকার কুয়েত প্রবাসী গৌতম রায়ের মেয়ে ও ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। গত সোমবার নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে ওই স্কুলছাত্রী আত্মহত্যা করে। 

নিহতের ভাই অর্ঘ্য রায় বলেন, ‘স্কুলে কোচিং শেষে আমার বোনকে রুমের ভেতর নিয়ে তিনজন ছেলে মারধর করে। সে সময় অনি রুম থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বের হয়। সে ফুটেজ আমার কাছে আছে। পরে বাড়িতে এসে ঘরের দরজা আটকে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। আমার বোন আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে।’ 

এদিকে অনি রায়ের লাশ নিয়ে আধাঘণ্টা যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। এ সময় সড়কের দুই পাশে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে থানার ওসির আশ্বাসে অবরোধ তুলে নেন তাঁরা। 

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুত এ ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে