হোম > সারা দেশ > যশোর

ভারতে যাওয়ার পথে শূন্য রেখায় বাংলাদেশির মৃত্যু

বেনাপোল (যশোর) প্রতিনিধি

বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশি পাসপোর্টধারী এক যাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে তিনি বাংলাদেশ ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের জন্য নোম্যান্সল্যান্ডে অপেক্ষা করছিলেন। ধারনা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়েছে। 

নিহত নূর ইসলাম যশোর কোতোয়ালী থানার বকচর এলাকার গোলাম রসুলের ছেলে। 

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস পাসপোর্টধারী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওই যাত্রী মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসার জন্য ভারত যাচ্ছিলেন। আমাদের এখান থেকে দ্রুত ছাড় দেওয়া হলেও ওপারের ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়ে তিনি সম্ভবত হার্ট অ্যাটাকে মারা যান। ভারতের ইমিগ্রেশনে রোগীদের জন্য আলাদা কোনো কাউন্টার না থাকায় মেডিকেল ভিসা নিয়ে যাওয়া রোগীদের লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। এতে অনেকে অসুস্থ হয়ে পড়েন।’ 

এদিকে নূর ইসলামের বিষয়টি ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশ পুলিশকে অবগত করে। পরে বাংলাদেশ পুলিশ নিহতের স্বজনদের খবর দিলে তাঁরা এসে লাশ নিয়ে যায়। 

ভারতগামী বাংলাদেশিরা যাত্রীরা জানান, বেনাপোল ইমিগ্রেশনের কার্যক্রম দ্রুত শেষ হলেও ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনের কার্যক্রম সারতে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। এ সময় কেউ অসুস্থ হলেও বাইরে যাওয়ার সুযোগ থাকে না। এর আগেও অসুস্থ হয়ে অনেক পাসপোর্টধারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তাঁরা দুই দেশের হাইকমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এর আগে, ২০২২ সালের ৮ নভেম্বর বেনাপোল সীমান্তে দীর্ঘলাইনে অসুস্থ হয়ে মারা যায় বিপ্লবী দাস। তিনি ভারতের পশ্চিমবঙ্গের ফুল বাগান এলাকার রবিতোষের স্ত্রী। 

২০২১ সালের ১৯ সেপ্টেম্বর বেনাপোল ইমিগ্রেশনে আব্দুর রহিম (৪৮) নামের এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তিনি ঢাকার দক্ষিণ খান এলাকার মো. জহিরুল হকের ছেলে। 

২০১৯ সালের ২ মে বেনাপোল চেকপোস্টে হৃদ্রোগে আক্রান্ত হয়ে দেবেন্দ্র চন্দ্র দাস (৫০) নামের এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী মারা গেছেন। দেবেন্দ্র চন্দ্র দাস নারায়ণগঞ্জ জেলার ৪২৫/৯ ডিপি রোড এলাকার মৃত শশী চন্দ্র দাসের ছেলে।

যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ

যশোরে আচরণবিধি লঙ্ঘন করে নেতা-কর্মীদের শোডাউন, বিএনপি প্রার্থীকে শোকজ

বেনাপোলে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

দুদকের জালে এমপি মন্ত্রী আমলা

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছি রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়: মেঘমল্লার বসু

যশোরে বাবার সামনেই ছুরিকাঘাতে ছেলেকে হত্যা

যশোর কারাগারে আত্মহত্যা করেছেন ‘দেশসেরা উদ্ভাবক’ মিজান

যশোরে বিএনপি অফিসে হামলা: আ.লীগ নেতা কারাগারে

শীতের রোগে শয্যাসংকট