ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট থেকে ৪টি স্বর্ণের বারসহ ইমাম হোসেন জীবন নামে এক বাংলাদেশি পাসপোর্টধারীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা। আজ মঙ্গলবার দুপুরে বেনাপোল ইমিগ্রেশনে ওই যাত্রীর পায়ুপথ থেকে এসব স্বর্ণের বার উদ্ধার হয়।
আটক হওয়া স্বর্ণ পাচারকারী ইমাম হোসেন শরিয়তপুরের চানিয়াকান্দি উপজেলার আব্দুল হালিম মুন্সির ছেলে।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান জানান, তাদের কাছে গোপন খবর আসে বাংলাদেশি এক পাসপোর্ট যাত্রীর মাধ্যমে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে। পরে কাস্টম শুল্ক গোয়েন্দা সদস্যরা ভারতে ঢোকার আগ মুহূর্তে সন্দেহভাজন এক যাত্রীকে আটক করেন। পরে ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদে তার পেটে স্বর্ণের বারের কথা জানান। পরে শরীর স্ক্যান করে দেখা যায় পায়ুপথে ৪৬৪ গ্রাম ওজনের ৪টি স্বর্ণবার রয়েছে।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তা মনিরুজ্জামান আরও জানান, উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য ৩২ লাখ টাকা। এর আগে একাধিকবার তিনি শরীরের ভেতরে স্বর্ণ পাচার করেছেন বলে জানিয়েছেন। আটক কারবারির বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।