হোম > সারা দেশ > যশোর

নাতনিকে যৌন নিপীড়ন, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

আওয়ামী লীগ নেতা বাবর আলী বাবু। ছবি: সংগৃহীত

যশোরের মনিরামপুরে চার বছরের নাতনিকে যৌন নিপীড়নের অভিযোগে বাবর আলী বাবু (৫০) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতেই শিশুটির মা বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তার বাবর আলী স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক। সম্পর্কে তিনি শিশুটির প্রতিবেশী দাদা।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বিকেলে শিশুটি বাবর আলীর বাড়িতে খেলতে যায়। এ সময় তিনি শিশুটিকে ঘরে ডেকে নিয়ে তাঁর ওপর যৌন নিপীড়ন চালান। ঘটনার সময় বাবর আলীর বাড়িতে গোয়ালা দুধ নিতে এলে তিনি শিশুটিকে ছেড়ে দেন। পরে মেয়েটি বাড়ি গিয়ে তার মাকে ঘটনা বলেন। এরপর এলাকায় জানাজানি হলে উত্তেজিত জনগণ বাবর আলীকে আটকে পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে বাবর আলীকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘বাবর আলী সম্পর্কে শিশুটির দাদা হন। যৌন নিপীড়নের অভিযোগে বৃহস্পতিবার রাতে তাঁর বিরুদ্ধে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আমরা বাবর আলীকে গ্রেপ্তার করে আজ (শুক্রবার) দুপুরে আদালতে সোপর্দ করেছি।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি