হোম > সারা দেশ > যশোর

যশোরে ৩২ মামলার আসামি রমজান খুন

যশোর প্রতিনিধি

যশোরে হত্যা, অস্ত্রসহ ৩২ মামলার আসামি রমজান আলীকে (৩০) কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শহরের রেলগেট কলাবাগানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বিষয়টি নিশ্চিত করেন।

রমজান আলী শহরের রেলগেট পশ্চিম পাড়ার বাসিন্দা ফয়েজ শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে যশোর শহরের রেলগেট কলাবাগান এলাকায় রমজান শেখকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

যশোর জেনারেল হাসপাতালে নিহতের স্ত্রী পপি খাতুন বলেন, ‘স্থানীয় সন্ত্রাসী পিচ্চি রাজ্জা বিভিন্ন স্থানে অপকর্ম করে আমার স্বামীর কাছে শেল্টার নিতেন। বর্তমানে পিচ্চি রাজা পুলিশের গ্রেপ্তার আতঙ্কে ছিলেন। আমার স্বামী পিচ্চি রাজাকে পুলিশে ধরিয়ে দিতে পারেন আশঙ্কা থেকে তাকে হত্যা করা হয়েছে।’

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, ‘যশোর শহরের রেলগেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী রমজান আলীকে অজ্ঞাতনামা আসামিরা কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে যশোর জেনারেল হাসপাতালে মারা যান। আমরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের শনাক্ত করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা গেছে, রমজান আলীর বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ ৩২টি মামলা রয়েছে।’

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার