হোম > সারা দেশ > যশোর

যশোরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

­যশোর প্রতিনিধি

প্রতীকী ছবি

যশোরের অভয়নগরে ধর্ষণ মামলায় শামীম হাসান নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. গোলাম কবির এ রায় দেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন আদালত।

দণ্ডিত শামীম হাসান অভয়নগর উপজেলার বাসুয়াড়ি পূর্বপাড়ার শহিদুল ইসলামের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পিপি আব্দুল লতিফ লতা জানান, ভুক্তভোগী শামীমের সম্পর্কে আত্মীয়। সে মাঝেমধ্যে শামীমের মোবাইল থেকে গানের ভিডিও আদান-প্রদান করত। ওই বছর ১৮ আগস্ট সকালে শামীম ফোন করে ভিডিও গান নেওয়ার জন্য ভুক্তভোগীকে তার বাড়িতে ডেকে নেয়। তার বসতঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শামীম ঘরের দরজা ভেতর থেকে আটকে দেয়।

এরপর মুখে চেপে ধরে ভয়ভীতি দেখাইয়া ভুক্তভোগীকে ধর্ষণ করে। ঘটনার বিষয় কাউকে কোনো কিছু না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেন। মেয়েটি বাড়ি ফিরে তার বোন ও বাবাকে জানায়। এরপর ওই দিনই অভয়নগর থানায় শামীম হাসানের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, ২০২১ সালের ৩০ নভেম্বর এ মামলায় শামীম হাসানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি শামীম হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন বিচারক। রায় ঘোষণা শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি