হোম > সারা দেশ > যশোর

যশোরে চুরি হওয়া ভ্যান ১৭ দিন পর উদ্ধার, গ্রেপ্তার ১ 

প্রতিনিধি, চৌগাছা (যশোর)

যশোরের চৌগাছার রায়হানের (১১) চুরি যাওয়া ভ্যান ১৭ দিন পর উদ্ধার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার রাত ৮টায় ভ্যানটি উদ্ধার করা হয়। এ সময় চোর চক্রের সদস্য সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই সকাল সাড়ে ৭টায় চৌগাছার বেড়গোবিন্দপুর গ্রামের বাসিন্দা হজরত আলীর ছেলে রায়হান (১১) বাবার ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বের হয়। চৌগাছা বাজার থেকে অজ্ঞাতনামা ২ ব্যক্তি ৫০০ টাকা ভাড়া চুক্তিতে ফ্রিজ কেনার কথা বলে তাকে ঝিকরগাছায় নিয়ে যায়। সেখানে তাকে নিয়ে ১ জন পেপার আনার জন্য গলিপথে যায়। অপরজন সেই সুযোগে ভ্যানটি নিয়ে চুরি করে। এ ঘটনায় ভ্যান হারিয়ে রায়হান কান্নাকাটি করতে থাকলে স্থানীয়রা সিএনজি করে তাকে চৌগাছায় পাঠিয়ে দেয়।

বিষয়টি জানতে পেরে রায়হানের বাবা হজরত আলী চৌগাছা থানায় মৌখিকভাবে অভিযোগ করলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। পরে গত বুধবার তিনি যশোর ডিবি অফিসে অভিযোগ করেন। যশোর পুলিশ সুপারের নির্দেশে বিষয়টি তদন্তে মাঠে নামে ডিবি।

যশোর ডিবির ওসি রুপন কুমার সরকার বলেন, তদন্তের শুরুতেই আন্তজেলার ভ্যান চোরদের ছবি দেখালে রায়হান সিরাজুল ইসলামকে শনাক্ত করে। পরে গোপন তথ্যের ভিত্তিতে যশোরের গাবতলার মোড়ে অভিযান চালানো হয়। এ সময় মোহাম্মদ আলী আব্বাসের মালিকানাধীন ভ্যান-অটোরিকশা সার্ভিসিং দোকান থেকে চোরাই ভ্যানটিসহ হাতেনাতে সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় রায়হানের বাবা কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড