হোম > সারা দেশ > যশোর

দ্রুতগতির বাইকে প্রাণ গেল দুই বন্ধুর

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছা উপজেলার মদদুইনপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে অন্যজনের মৃত্যু হয়। 

নিহতরা হলেন শাহিনুর রহমান (২২) ও সাগর হোসেন (১৮)।

জানা গেছে, দুজনের বাড়িই যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামে। নিহত শাহিনুর সাহেব আলীর ছেলে এবং সাগর বাবর আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, তাঁরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। তাঁদের কারও মাথায় হেলমেট ছিল না।

উপজেলার নারায়ণপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান বলেন, ‘শাহিনুর ও সাগর চৌগাছা-বিদ্যাধরপুর সড়ক ধরে একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলে (ঝিনাইদহ ল-১২-০৫৩৭) করে হাজরাখানা গ্রাম থেকে মহেশপুরের বিদ্যাধরপুরের দিকে যাচ্ছিল। পথে চৌগাছার ইলিশমারী ঈদগাহপাড়া ও মহেশপুরের মদনপুর মোড়ে জনৈক ফারুকের বাড়ির সামনের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক শাহিনের মৃত্যু হয়। আরোহী সাগরকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. উত্তম কুমার বলেন, ‘হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁদের মৃত্যু হয়েছে।’

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ দুটি উদ্ধার করে সুরাহতল প্রতিবেদন সম্পন্ন করেছে পুলিশ। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ 

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে