ক্যানসারে আক্রান্ত হয়ে গতকাল বুধবার সকালে মারা যান মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের স্ত্রী নাজমুননাহার রিক্তা (৩৮)। বুধবার রাত ১১টার দিকে স্ত্রীকে দাফন করে ঘরে ফেরেন তিনি। এর কয়েক ঘণ্টা পর আজ বৃহস্পতিবার ভোরে বার্ধক্যজনিত কারণে মারা যান তাঁর মা জোহরা বেগম।
আজ দুপুরে যোহরের জানাজা শেষে মায়ের দাফন সম্পন্ন করেন তিনি। মৃত্যুকালে তাঁর মায়ের বয়স হয়েছিল ১০৩ বছর।
কয়েক ঘণ্টার ব্যবধানে পুত্রবধূ ও শাশুড়ির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারটিতে।
মনিরামপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু বলেন, ক্যানসারে আক্রান্ত হয়ে হাফিজুর রহমানের স্ত্রী নাজমুননাহার রিক্তা কয়েক দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর বুধবার বেলা ১০টার দিকে তিনি মারা যান। হাফিজুর ও রিক্তা দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
তিনি বলেন, ঢাকা থেকে রিক্তার মরদেহ বাড়ি আনার পর রাত ১১টার দিকে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন করেন পরিবারের লোকজন। এরপর ভোর ৬টার দিকে হাফিজুর রহমানের মা মারা যান। দুপুরে হাফিজুর রহমানের মায়ের দাফন সম্পন্ন হয়েছে। দুজনের জানাজায় বিএনপির থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতারাসহ এলাকাবাসী অংশ নিয়েছেন।