হোম > সারা দেশ > যশোর

যশোরে যুবলীগের কর্মী হত্যা মামলায় কারাগারে নেতা

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরে যুবলীগের কর্মী শরিফুল ইসলাম সোহাগ হত্যা মামলায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদ চাকলাদার ফন্টুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি ইদ্রিস আলী।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ আগস্ট রাতে যশোর শহরের কাজীপাড়ায় নিজ বাড়ির সামনে খুন হন যুবলীগের কর্মী সোহাগ। এ ঘটনায় নিহতের ভাই ফেরদাউস হোসেন সোমরাজ আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।

আদালতের পিপি জানান, মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তৎকালীন ওসি মারুফ আহম্মদ ২০২০ সালের ২০ জুলাই ফন্টু চাকলাদারসহ ১১ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। এত দিন জামিন না নিলেও আজ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ফন্টু চাকলাদার। আদালতের বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, ফন্টু চাকলাদার যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৭ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহিন চাকলাদারের আত্মীয়। তিনি আগামী সম্মেলনে যশোর জেলা যুবলীগের সভাপতি বা সম্পাদকের যেকোনো একটি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার

৪ কোটি টাকা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে চার্জশিট

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যশোর সীমান্তে কড়া নজরদারি

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চার দম্পতি ও ১ বৃদ্ধা আটক

যশোরের শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাক’ মিলন ঢাকায় গ্রেপ্তার

ওসমান হাদির মাগফিরাত কামনায় যশোরে দোয়া

যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ

যশোরে আচরণবিধি লঙ্ঘন করে নেতা-কর্মীদের শোডাউন, বিএনপি প্রার্থীকে শোকজ