হোম > সারা দেশ > যশোর

কেশবপুরে তৃতীয়বারের মতো বিভিন্ন এলাকা প্লাবিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি

গত দুই দিনের টানা বৃষ্টিতে কেশবপুর পৌরসভার বিভিন্ন অঞ্চল তৃতীয়বারের মতো প্লাবিত হয়েছে। পাশাপাশি কেশবপুর সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা জলমগ্ন। ডুবে গেছে আমন খেতসহ পুকুর ও মাছের ঘের। উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হরিহর নদে স্বাভাবিক জোয়ার-ভাটা না থাকায় নদ উপচে এলাকায় পানি বৃদ্ধি পাচ্ছে।

আজ রোববার বিকেলে পৌরসভার মধ্যকুল তেলপাম্প এলাকায় গিয়ে দেখা গেছে, বাড়িঘরে পানি ঢুকে পড়ায় এলাকার মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র অন্যত্র নিয়ে যাচ্ছেন। এ এলাকার বাবলুর রহমান বলেন, রোববার বাড়ির ভেতর পানি ঢুকে হাঁটু সমান হয়েছে। তলিয়ে গেছে ওই এলাকার শেখপাড়া।

কেশবপুর সদর ইউনিয়নের মূলগ্রামের কৃষক রুহুল আমিন বলেন, বলধালি বিলের প্রায় দেড় বিঘা জমির আমন ধান তলিয়ে গেছে। ওই বিলের একাধিক কৃষকের আমন খেতসহ মাছের ঘের ডুবে গেছে।

মধ্যকুল গ্রামের আব্দুর রহিম বলেন, তার মাছের ঘের ভেসে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এ এলাকায় অনেকের পুকুর তলিয়ে গেছে।

শহরের কাঁচা বাজার আড়তের সভাপতি মশিয়ার রহমান বলেন, বাজারের ভেতর পানি ঢুকে যাওয়ায় ব্যবসায় ব্যাপক ক্ষতি হচ্ছে। মালামাল আনা-নেওয়া করতে বিপাকে পড়ছেন ব্যবসায়ীরা।

কেশবপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, পৌরসভার অধিকাংশ ওয়ার্ডেই পানি ঢুকে পড়েছে। টানা বৃষ্টি ও হরিহর নদের উপচে পড়া পানির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে হাজারো মানুষ বিপাকে পড়েছে।

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চার দম্পতি ও ১ বৃদ্ধা আটক

যশোরের শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাক’ মিলন ঢাকায় গ্রেপ্তার

ওসমান হাদির মাগফিরাত কামনায় যশোরে দোয়া

যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ

যশোরে আচরণবিধি লঙ্ঘন করে নেতা-কর্মীদের শোডাউন, বিএনপি প্রার্থীকে শোকজ

বেনাপোলে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

দুদকের জালে এমপি মন্ত্রী আমলা

জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটিয়েছি রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়: মেঘমল্লার বসু

যশোরে বাবার সামনেই ছুরিকাঘাতে ছেলেকে হত্যা