হোম > সারা দেশ > যশোর

শার্শা সীমান্তে ১১ কোটি টাকার স্বর্ণবারসহ আটক ৩

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে ১৩ কেজি ১৪৩ গ্রাম ওজনের ৬১টি সোনার বারসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। জব্দকৃত স্বর্ণবারের বাজার মূল্য ১১ কোটি ২০ লাখ টাকা। আজ মঙ্গলবার বিকালে শার্শার কায়বা সীমান্তের গাজীর কায়বা সাহেবের ব্রীজ নামক স্থান থেকে তাঁদের আটক করা হয়।

আটকেরা হলেন নড়াইলের লোহাগড়া থানার বড়দিয়া গ্রামের জাহিদুর রহমান (৪৫) ও একই এলাকার হৃত্তিক কাজী (২০) এবং যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের বেল্লাল হোসেন (২৩)।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. তানভির রহমান জানান, কায়বা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনার বার ভারতে পাচার হচ্ছে জানতে পেরে বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহল কায়বা সীমান্তের গাজীর কায়বা সাহেবের ব্রিজ নামক স্থানে অভিযান চালায়। অভিযানে একটি মোটরসাইকেলসহ তিন পাচারকারীকে আটক করা হয়। পরে মোটরসাইকেলটি কায়বা বিজিবি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৬১ পিস সোনার বার জব্দ করা হয়। যার ওজন ১৩ কেজি ১৪৩ গ্রাম এবং সিজার মূল্য ১১ কোটি ২০ লাখ টাকা।

তিনি আরও বলেন, আটক ৩ জনকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ সোনা যশোর কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড