যশোরের ঝিকরগাছা উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনীতে খাঁচাবন্দী বন্য প্রাণী শালিক ও ঘুঘু প্রদর্শন করা হয়েছে। গতকাল শনিবার ঝিকরগাছা প্রাণিসম্পদ কার্যালয় ও পশু হাসপাতাল প্রাঙ্গণে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
সরেজমিনে দেখা যায়, ৯ নম্বর স্টলে বিভিন্ন পাখি প্রদর্শনীর জন্য বসেছেন নাভারণ ইউনিয়নের লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) শাহীন আলী। স্টলে ময়না, কোয়েলের পাশাপাশি রাখা হয়েছে খাঁচায় বন্দী ঘুঘু ও শালিক।
শাহীন বলেন, ‘অফিস থেকে পাখি প্রদর্শন করতে নির্দেশ দিয়েছিল। তাই সাধ্যমতো প্রদর্শন করেছি।’জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুল হক বলেন, ‘মেলায় বন্য প্রাণী প্রদর্শন করার কোনো সুযোগ নেই। এটি আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে আগে থেকে নির্দেশনা দেওয়া ছিল।’
এদিকে দিনব্যাপী প্রদর্শনীর কথা থাকলেও বেলা তিনটার দিকে গেলে মাঠ প্রস্তুত শেষ হতে দেখা গেছে। এতে দর্শকদের উপস্থিতিও তেমন চোখে পড়েনি। ২৩টি স্টলের মধ্যে ফাঁকা ছিল ২০, ১৭ ও ২২ নম্বর স্টল।
ঝিকরগাছা প্রাণিসম্পদ কর্মকর্তা জি এম আব্দুল কুদ্দুস বলেন, ‘তাদের (লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার) নামে কোনো স্টল বরাদ্দ নেই। তাঁরা নিজের মতো করে পাখি প্রদর্শন করছেন।’
সারা দেশের মতো গতকাল ঝিকরগাছা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় এই প্রদর্শনীর আয়োজন করে।