হোম > সারা দেশ > যশোর

প্রাণিসম্পদ প্রদর্শনীতে খাঁচাবন্দী বন্য প্রাণী

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনীতে খাঁচাবন্দী বন্য প্রাণী শালিক ও ঘুঘু প্রদর্শন করা হয়েছে। গতকাল শনিবার ঝিকরগাছা প্রাণিসম্পদ কার্যালয় ও পশু হাসপাতাল প্রাঙ্গণে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

সরেজমিনে দেখা যায়, ৯ নম্বর স্টলে বিভিন্ন পাখি প্রদর্শনীর জন্য বসেছেন নাভারণ ইউনিয়নের লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) শাহীন আলী। স্টলে ময়না, কোয়েলের পাশাপাশি রাখা হয়েছে খাঁচায় বন্দী ঘুঘু ও শালিক।

শাহীন বলেন, ‘অফিস থেকে পাখি প্রদর্শন করতে নির্দেশ দিয়েছিল। তাই সাধ্যমতো প্রদর্শন করেছি।’জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুল হক বলেন, ‘মেলায় বন্য প্রাণী প্রদর্শন করার কোনো সুযোগ নেই। এটি আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে আগে থেকে নির্দেশনা দেওয়া ছিল।’

এদিকে দিনব্যাপী প্রদর্শনীর কথা থাকলেও বেলা তিনটার দিকে গেলে মাঠ প্রস্তুত শেষ হতে দেখা গেছে। এতে দর্শকদের উপস্থিতিও তেমন চোখে পড়েনি। ২৩টি স্টলের মধ্যে ফাঁকা ছিল ২০, ১৭ ও ২২ নম্বর স্টল।

ঝিকরগাছা দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, ‘প্রদর্শনী অনুষ্ঠিত হলেও আমাদের জানানো হয়নি। প্রতি বছর এই অনুষ্ঠান হয়। কোনো বছরই আমাদের জানানো হয়নি।’

ঝিকরগাছা প্রাণিসম্পদ কর্মকর্তা জি এম আব্দুল কুদ্দুস বলেন, ‘তাদের (লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার) নামে কোনো স্টল বরাদ্দ নেই। তাঁরা নিজের মতো করে পাখি প্রদর্শন করছেন।’

সারা দেশের মতো গতকাল ঝিকরগাছা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় এই প্রদর্শনীর আয়োজন করে।

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার

৪ কোটি টাকা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে চার্জশিট

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যশোর সীমান্তে কড়া নজরদারি

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চার দম্পতি ও ১ বৃদ্ধা আটক

যশোরের শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাক’ মিলন ঢাকায় গ্রেপ্তার

ওসমান হাদির মাগফিরাত কামনায় যশোরে দোয়া

যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ

যশোরে আচরণবিধি লঙ্ঘন করে নেতা-কর্মীদের শোডাউন, বিএনপি প্রার্থীকে শোকজ

বেনাপোলে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য