হোম > সারা দেশ > যশোর

বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন সেনাসদস্য

যশোরের মনিরামপুরে বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে অপর মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে লাশ হয়ে ফিরেছেন রাকিবুল ইসলাম রাব্বি (২২)। তিনি একজন সেনাসদস্য। 

আজ বৃহস্পতিবার ঈদের দিন বিকেলে যশোর-চুকনগর সড়কের বেগারিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

এ সময় অপর মোটরসাইকেলে থাকা এক নারী ও এক পুরুষ আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ায় তাঁদের পরিচয় পাওয়া যায়নি। 

নিহত রাকিবুল ইসলাম কুয়াদা বাজার এলাকার সাবেক সেনাসদস্য সোহরাব হোসেনের ছেলে। 

বেগারিতলা বাজারের ব্যবসায়ী মাসুদ কামাল বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেগারিতলা বাজারের উত্তর মাথার অদূরে একটি পালসার মোটরসাইকেল রাস্তা অতিক্রম করছিল। ওই মোটরসাইকেলে চালকসহ এক নারী আরোহী ছিলেন। এ সময় কুয়াদা বাজারের দিক থেকে সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল চালিয়ে দ্রুতগতিতে এসে রাস্তা পার হওয়া মোটরসাইকেলে ধাক্কা দিলে দুই মোটরসাইকেলে থাকা তিনজন রাস্তার ওপর ছিটকে পড়েন। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাকিবুলের মৃত্যু হয়। 

রাকিবুলের প্রতিবেশী শামিম হোসেন বলেন, আড়াই থেকে তিন বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন রাকিবুল। তিনি সর্বশেষ রংপুর সেনানিবাসে কর্মরত ছিলেন। পাঁচ দিনের ছুটিতে গতকাল বুধবার গ্রামের বাড়িতে আসেন। আজ ঈদের দিন বিকেলে বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে রাকিবুল মারা গেছেন। 

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রসেনজিৎ মল্লিক বলেন, সন্ধ্যায় বেগারিতলা বাজারে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুটো মোটরসাইকেল পড়ে থাকতে দেখেছি। আমরা পৌঁছানোর আগে হতাহতদের উদ্ধার করে স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। 

এসআই প্রসেনজিৎ আরো বলেন, হাসপাতালে নেওয়ার পর রাকিবুল নামে একজন মারা গেছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড