হোম > সারা দেশ > যশোর

যশোরে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোর প্রতিনিধি

যশোরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে ঝালকাঠি জেলার লেবুবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তির নাম শাহাদাৎ হোসেন (৩৫), তিনি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার লেবুবুনিয়া গ্রামের বাসিন্দা ও যশোর সদরের পাওয়ার হাউজপাড়া মহিলা মাদ্রাসার (কওমি মাদ্রাসা) প্রধান শিক্ষক। 

আজ বুধবার র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্ষণের বিষয়টি জানতে পেরে র‍্যাব-৬, যশোর ক্যাম্পের একটি দল আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ মার্চ) রাতে ঝালকাঠি জেলার লেবুবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

মামলা সূত্রে জানা গেছে, যশোরের আরবপুর এলাকার আরবপুর পাওয়ার হাউজপাড়া মহিলা মাদ্রাসার (কওমি মাদ্রাসা) প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন মাদ্রাসা ভবনের নিচতলায় বসবাস করেন। গত ৮ মার্চ তিনি ভুক্তভোগী ছাত্রীকে (১২) কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

এ ঘটনা কাউকে জানালে হত্যার হুমকিও দেন। পরবর্তীতে ওই ছাত্রী বিষয়টি তার মাকে জানালে তিনি প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে ১১ মার্চ যশোর কোতোয়ালি মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই আসামি শাহাদাৎ হোসেন পালিয়ে যান।

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার

৪ কোটি টাকা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে চার্জশিট

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যশোর সীমান্তে কড়া নজরদারি

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চার দম্পতি ও ১ বৃদ্ধা আটক