হোম > সারা দেশ > যশোর

যশোরে চলন্ত বাসে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরে চলন্ত বাসে মোটরসাইকেলের ধাক্কায় এক যুবক মারা গেছেন। তবে যুবকের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর যুবক উজ্জ্বল হোসেন (২৫) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে যশোরের কোতোয়ালি থানার অদূরে বস্তাপট্টি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

এই প্রতিবেদন লেখার সময় শনিবার সকাল সাড়ে ১০টায় নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে ছিল। আহত উজ্জ্বল হোসেন একই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে বেপরোয়াভাবে ওই যুবক মোটরসাইকেল চালিয়ে শহরের বেজপাড়া থেকে বের হয়ে বস্তাপট্টিতে আসেন। এ সময় থানার সামনে দিয়ে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে সোহাগ পরিবহনের একটি বাস আসছিল। মোটরসাইকেলযোগে আসা ওই দুই যুবক অ্যাম্বুলেন্সকে অতিক্রম করতে গিয়ে সোহাগ পরিবহনের বাসটির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ওই দুই যুবককে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পরে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহিনুর রহমান সোহাগ বলেন, হাসপাতালে আনার আগেই অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় উজ্জ্বল হোসেন নামে অপর যুবক সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। উজ্জ্বলের অবস্থাও আশঙ্কাজনক। দুজনেরই মাথায় আঘাত। তিনি বলেন, উজ্জ্বলের মুখে মদের গন্ধ পাওয়া যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, মদ পান করে তাঁরা মোটরসাইকেল চালাচ্ছিলেন। 

কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড