হোম > সারা দেশ > যশোর

হেঁটে কলকাতা থেকে ঢাকার পথে গীতা বালাকৃষ্ণ

বেনাপোল (যশোর) প্রতিনিধি

পতাকা হাতে পায়ে হেঁটে কলকাতা থেকে ঢাকার পথে রওনা দিয়েছেন গীতা বালাকৃষ্ণ নামে এক আর্কিটেক্টস নারী। সামাজিক পরিমণ্ডলে স্থপতিদের সামাজিক দায়িত্বের দিকগুলো তুলে ধরতে এবং আর্কিটেক্টসদের সামাজিক দায়িত্ব নিয়ে সচেতন করতে এই যাত্রা করেন তিনি।

আজ বুধবার বিকেলে ওই নারী ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে পাসপোর্ট নিয়ে বেনাপোল চেকপোস্টে আসেন। এ সময় ‘দ্য ইনস্টিটিউট অব আর্কিটেক্টস’ এর সদস্য শাহারিয়ার রহমান সূর্য বাংলাদেশের পতাকা হাতে তাঁকে স্বাগত জানান। 

আগামীকাল বৃহস্পতিবার ভোরে তিনি বেনাপোল থেকে ঝিনাইদহ-নড়াইল হয়ে ঢাকা যাবেন। এর আগে একই বার্তা নিয়ে ১৭০০ কিলোমিটার পায়ে হেঁটে দিল্লি যান বলে জানান এই নারী। 

গীতা বালাকৃষ্ণ জানান, সামাজিক পরিমণ্ডলে স্থপতিদের সামাজিক দায়িত্বের দিকগুলো তুলে আর আর্কিটেক্টস নিয়ে বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময়ে তিনি বাংলাদেশ এসেছেন। ৮ ও ১০ নভেম্বর ঢাকায় ‘দ্য ইনস্টিটিউট অব আর্কিটেক্টসের’ সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ গ্রহণ করবেন। পরে বেনাপোল হয়ে স্বদেশ ফিরবেন। এমন একটা কাজে অংশ নিতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করছেন এই নারী। 

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড