হোম > সারা দেশ > যশোর

৫ দিন পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ঈদুল আজহার টানা পাঁচ দিনের সরকারি ছুটি শেষে আজ বুধবার সকাল থেকে যশোরের বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। গত ১৪-১৮ জুন এই বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল।

আমদানি-রপ্তানি স্বাভাবিক হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম। তিনি বলেন, ‘সরকারি ছুটি শেষে পুনরায় এই পথে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে দ্রুত পণ্য খালাস নিতে পারেন, সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

এদিকে পাঁচ দিন পর বেনাপোল বন্দরে আবারও কর্মব্যস্ততা ফিরেছে। পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন বাণিজ্যসংশ্লিষ্ট ব্যবসায়ীসহ বন্দর, কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী ও বন্দর শ্রমিকেরা। 

জানা গেছে, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে প্রায় ৬০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি ও ২০০ ট্রাকের মতো রপ্তানি হয়। আর বন্দর থেকে ৫০০ ট্রাক পণ্য খালাস হয়। আমদানি পণ্য থেকে দিনে সরকারের রাজস্ব আসে ৩০ কোটি টাকার মতো। আমদানি-রপ্তানি গতিশীল করতে বেনাপোল বন্দরে সপ্তাহে, মানে সাত দিনে ২৪ ঘণ্টা বাণিজ্যসেবার কথা থাকলেও বিভিন্ন প্রতিবন্ধকতায় সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির দিন বন্ধ থাকে এসব কার্যক্রম।

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে