হোম > সারা দেশ > যশোর

বাঁওড়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কৃষক, পরদিন মিলল লাশ

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার আড়পাড়া বাঁওড়ের পাড় থেকে আব্দুর রহিম (৪৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আব্দুর রহিম উপজেলার ছোট বালিয়াডাঙ্গা গ্রামের মৃত বারেক লস্করের ছেলে।

এদিকে মৃতের স্বজন ও পুলিশ জানান, গতকাল বৃহস্পতিবার রাতে বিলে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি।

নিহতের স্বজনেরা জানান, আব্দুর রহিম কৃষিকাজ করেন। গতকাল রাতে ১১টার দিকে তিনি প্রতিবেশী আব্দুল হাই ও ইস্রাফিলকে সঙ্গে নিয়ে কয়েতখালী বিলে মাছ ধরতে যান। এ সময় ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী তাঁদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তিনজন তিন দিকে দৌড় দেন। আব্দুল হাই ও ইস্রাফিল নিজ বাড়িতে ফিরলেও আব্দুর রহিম নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। আজ বেলা ১১টার দিকে আড়পাড়া বাঁওড় পাড়ে আব্দুর রহিমের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন জানান, দুর্বৃত্তদের ধাওয়ায় নিখোঁজের পর আব্দুর রহিমের লাশ পাওয়া গেছে। এটা হত্যাকাণ্ড না অন্য কিছু তা ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার

৪ কোটি টাকা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে চার্জশিট