যশোরের বেনাপোল সীমান্ত থেকে ইউছুপ আলী নামে ভারতীয় এক নাগরিককে ৫টি বাংলাদেশি পাসপোর্টসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাতে বেনাপোল সীমান্তের প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাঁকে আটক করেন ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা। এ তথ্য নিশ্চিত করেছেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সায়েদ মিনহাজ সিদ্দিকী।
আটক ভারতীয় নাগরিক ইউছুপ আলী ভারতের উত্তর ২৪ পরগনা জেলার আমিন শেখের ছেলে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সায়েদ মিনহাজ সিদ্দিকী জানান, তাঁদের কাছে গোপন খবর আসে মানব পাচারকারী দলের এক সদস্য বিদেশি ভিসা করা পাসপোর্ট নিয়ে ভারত থেকে বেনাপোলে প্রবেশ করবে। পরে প্যাসেঞ্জার টার্মিনালে সন্দেহভাজন ভারতীয় পাসপোর্টধারীর ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের মধ্য থেকে আফ্রিকান ভিসা করা ৫টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়। আটক ভারতীয় নাগরিককে পুলিশে সোপর্দ করা হয়েছে।