হোম > সারা দেশ > যশোর

গাছের ডাল মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে গাছের ডাল মাথায় পড়ে সালাউদ্দিন লস্কর (৫৭) নামের এক গাছকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পাথালিয়া গ্রামে সুনীল কুমারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন লস্কর উপজেলার শ্রীধরপুর গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় গাছকাটা শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল প্রায় সাড়ে ১০টার দিকে সুনীল কুমারের বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে দুই শ্রমিক একটি শিরীষ গাছের ডাল কাটার কাজ করছিলেন। একজন শ্রমিক ডাল কাটছিলেন এবং অপর শ্রমিক সালাউদ্দিন লস্কর নিচে দাঁড়িয়ে ছিলেন। এ সময় গাছের কাটা ডাল নিচে পড়লে তার একটি অংশ ছিটকে গিয়ে সালাউদ্দিনের মাথায় লাগে। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগে তাঁর মৃত্যু হয়।

নিহতের ছেলে শামীম হোসেন বলেন, গাছের ডাল মাথায় পড়ে বাবার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় কোনো অভিযোগ করব না।

এ বিষয়ে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, গাছের ডাল মাথায় পড়ে সালাউদ্দিন লস্কর নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

৪ কোটি টাকা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে চার্জশিট

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যশোর সীমান্তে কড়া নজরদারি

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চার দম্পতি ও ১ বৃদ্ধা আটক

যশোরের শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাক’ মিলন ঢাকায় গ্রেপ্তার

ওসমান হাদির মাগফিরাত কামনায় যশোরে দোয়া

যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ

যশোরে আচরণবিধি লঙ্ঘন করে নেতা-কর্মীদের শোডাউন, বিএনপি প্রার্থীকে শোকজ

বেনাপোলে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

দুদকের জালে এমপি মন্ত্রী আমলা