হোম > সারা দেশ > যশোর

যশোরে ‘প্রথমবারের মতো’ এইচআইভি আক্রান্ত নারীর সন্তান প্রসব

যশোর প্রতিনিধি

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এইচআইভি আক্রান্ত নারী সন্তান প্রসব করেছেন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আজ রোববার সকালে চিকিৎসকের পাঁচ সদস্যের একটি বোর্ড এই অপারেশন সম্পন্ন করেন। অপারেশনের মাধ্যমে এইচআইভি আক্রান্ত নারীর সন্তান প্রসবে ঘটনা জেলা পর্যায়ের হাসপাতালে এই প্রথম। 

হাসপাতাল সূত্র জানায়, সম্প্রতি যশোর সদর উপজেলার এই নারী গর্ভাবস্থায় হাসপাতালে চেকআপের জন্য আসেন। এ সময় তাঁর এইচআইভি আক্রান্তের বিষয়টি ধরা পড়ে। এর পর থেকে হাসপাতালের আবাসিক সার্জন গাইনি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার নিলুফা ইয়াসমিনের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। আজ তাঁর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবের সিদ্ধান্ত নেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ জন্য পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। 

বোর্ডের সদস্যরা হলেন হাসপাতালের আবাসিক সার্জন গাইনি বিভাগের বিশেষজ্ঞ নিলুফার ইয়াসমিন, হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট জাফর ইকবাল, মাসকিয়া জান্নাতি, জুনিয়র কনসালট্যান্ট ইদ্রিস আলী ও রেজিস্ট্রার গোলাম মোর্তুজা। 

অপারেশনের সার্বিক দায়িত্ব পালন করা রেজিস্ট্রার গোলাম মোর্তুজা জানান, এইচআইভি আক্রান্ত নারীর এই অপারেশন অত্যন্ত সংবেদনশীল। তবে ঝুঁকিমুক্তভাবে তা সম্পন্ন হয়েছে। এর মধ্যে দিয়ে যশোরে প্রথমবারের মতো এইচআইভি আক্রান্ত নারী অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব হয়েছে। এ ছাড়া এই নারীর মাধ্যমেই যশোরে এইচআইভি, এইডস আক্রান্ত নারীর বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান কার্যক্রম শুরু হলো। যশোরে এ কার্যক্রমের জন্য স্থাপিত এইচটিসি, আরটিভি সেন্টার আগামী ৩ সেপ্টেম্বর উদ্বোধন অনুষ্ঠিত হবে। 

যশোরের ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল জানান, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। যশোরে এর আগে এই অপারেশন হয়নি। পাশাপাশি এইচটিসি, আরটিভি সেন্টারের মাধ্যমে এই অঞ্চলের এইচআইভি এইডস রোগীরা তাঁদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিতে পারবেন।

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে