হোম > সারা দেশ > যশোর

চালুর দ্বিতীয় দিনে ৪ ঘণ্টা দেরিতে পৌছাল বেনাপোল এক্সপ্রেস

বেনাপোল (যশোর) প্রতিনিধি

বেনাপোল এক্সপ্রেস পুনরায় চালু হতে না হতেই দেখা দিয়েছে বিপত্তি। নির্ধারিত সময়ের ৪ ঘণ্টা পর বেনাপোল পৌঁছে ট্রেনটি। পুরোনো বগির কারণে পথিমধ্যে একটি বগি অকেজো হওয়ায় বেনাপোল পৌঁছাতে দেরি হয়েছে বলে অভিযোগ যাত্রীদের। বেনাপোলের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় পুরোনো নড়বড়ে বগি দিয়ে ট্রেন চালু করায় গতকাল শুক্রবার বেনাপোলবাসীর সমালোচনার বিষয় হয়ে ওঠে এই ঘটনা। 

যাত্রী কৌশিক দেবনাথ বলেন, 'দুপুর পৌনে ১টায় বেনাপোল ছাড়ার কথা থাকলেও ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বিকেল ৪-২৩ মিনিটে। ট্রেন দেরিতে ছাড়ায় সকাল থেকে স্টেশনের অপেক্ষমাণ ভারত ফেরত যাত্রীদের বেশ ভোগান্তি পোহাতে হয়। এ ছাড়া স্টেশনে পর্যাপ্ত ইয়ার্ড না থাকায় ট্রেন প্রবেশে সমস্যা দেখা গেছে।' 

বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটির একটি বগি, 'ডব্লিউ ই সি, খ-৭৩৭৭' বিকল হয়ে পড়ায় নির্ধারিত সময়ে বেনাপোল ছেড়ে যেতে পারেনি। যান্ত্রিক গোলযোগের কারণে নির্দিষ্ট সময়ের সাড়ে ৩ ঘণ্টা পর বেনাপোল থেকে ছেড়েছে বেনাপোল এক্সপ্রেস। এ ছাড়া স্টেশনে ইয়ার্ড স্বল্পতার কারণে সময়মতো ট্রেন ঢুকতে কিছুটা দেরি হয়েছে। বিকল বগিটি মেরামতের জন্য ঈশ্বরদী রেল স্টেশনে রেখে ট্রেনটি ঢাকা যাবে। 

উল্লেখ্য, করোনার কারণে দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার বেনাপোল-ঢাকা রুটে আবারও চালু হয় বেনাপোল এক্সপ্রেস। তবে বেনাপোল রুটে বরাদ্দ ইন্দোনেশিয়ার তৈরি বগিটি পরিবর্তন করে ভারতের তৈরি বগি যুক্ত করা হয় বেনাপোল-ঢাকা রুটে। এ বগিটি তুলনামূলক নিম্নমানের হওয়ায় ত্রুটি দেখা দেয় এবং এর ফলে যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়। 

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার