হোম > সারা দেশ > যশোর

ভারতে পাচারের শিকার ৫ বাংলাদেশি দেশে ফিরেছেন

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারতে পাচারের শিকার নারী, শিশুসহ পাঁচ বাংলাদেশি নাগরিক বেনাপোল চেকপোস্ট হয়ে দেশে ফিরেছেন। আজ শুক্রবার বিকেলে ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তারা বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের হস্তান্তর করেন।

এ সময় আইনি সহায়তা দিতে তাঁদের গ্রহণ করে মানবাধিকার সংস্থা জাস্টিন অ্যান্ড কেয়ার। ফেরত আসা বাংলাদেশি নাগরিকেরা হলেন বাগেরহাট জেলার রাজাপুর উপজেলার শরণখোলা গ্রামের কাওছার হাওলাদার (৪৮), কুলসুম খাতুন (৩৪), মুছা হাওলাদার (১৬), আমানুল হাওলাদার (৫) ও জাহাঙ্গীর হোসেন (২৩)।

তাঁরা দুই বছর ভারতের গুয়া কুলাআড়ি সেন্টার কারাগারে ছিলেন। পরে সেখান থেকে তাঁদের ভারতের একটি বেসরকারি সংস্থার শেল্টার হোমে রাখা হয়।

বেনাপোল ইমিগ্রেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ফেরত আসা ব্যক্তিদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জাস্টিন অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার রোকেয়া খাতুন বলেন, এঁদের যশোর শেল্টার হোমে রাখা হবে। এরপর যোগাযোগ করে তাঁদের নিজ নিজ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার