হোম > সারা দেশ > যশোর

নোয়াখালীর রিকশা চালক হত্যার আসামি বেনাপোলে গ্রেপ্তার

শার্শা (যশোর) প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ থানার চৌমুহনী এলাকায় রিকশাচালক আবুল হোসেন হত্যা মামলার আসামি নুরুল আমিন মোর্শেদ কে বেনাপোল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে বেনাপোল বাজারের একটি স্কুল মার্কেটের সামনে থেকে বেনাপোল বন্দর থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। আসামি নুরুল আমিন মোর্শেদ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী গনিপুর এলাকার আলী আকবারের ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর সাড়ে ১১টার সময় চৌমুহনী এলাকায় আবুল হোসেনের রিকশা ভাড়া নেন নুরুল আমিন মোর্শেদ। এ সময় ভাড়া নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। একপর্যায়ে নুরুল আমিন মোর্শেদ দা দিয়ে আবুল হোসেনের গলায় কোপ দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান রিকশা চালক আবুল হোসেন। এ নিয়ে বেগমগঞ্জ থানায় নুরুল আমিনকে আসামি করে হত্যা মামলা করা হয়। 

যশোরের বেনাপোল বন্দর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি নুরুল আমিন মোর্শেদ নামের ব্যক্তি বেনাপোল এলাকায় অবস্থান করছেন। তিনি নোয়াখালী বেগমগঞ্জ থানার চৌমুহনী এলাকায় রিকশা চালক আবুল হোসেন হত্যার আসামি। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বেনাপোল হাইস্কুল মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি বেগমগঞ্জ থানাকে অবগত করা হয়েছে। 

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড