হোম > সারা দেশ > যশোর

ঈদের রাতে বাজি ফোটানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

­যশোর প্রতিনিধি

নিহত অলিদ। ছবি: সংগৃহীত

যশোরে ঈদের রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অলিদ নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। গতকাল সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার বিরামপুরে এ ঘটনা ঘটে।

আহত আপন ও স্থানীয়রা জানান, রাতে বিরামপুর ব্রিজের ওপর আপন, রাশেদুল ও শামীম বাজি ফোটাচ্ছিলেন। এ সময় সেখান দিয়ে যাচ্ছিল অলিদ, পিয়াল, আরিফ ও মেহেদী। তাঁরা দাবি করেন, তাদের গায়ে বাজি পড়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। এ সময় অলিদসহ অন্যরা আপন, রাশেদুল ও শামীমকে মারপিট ও ছুরিকাঘাত করেন। খবর পেয়ে আপনের বাবা রিপন আলী সেখানে গেলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অলিদ গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত আপন, তাঁর বাবা, শামীম, অলিদ ও রাশেদুলকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মারা যান অলিদ। আহতদের মধ্যে রাশেদুলকে খুলনা মেডিকেলে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আপন, তাঁর বাবা ও শামীম যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, বাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। হত্যায় জড়িতদের শনাক্ত ও ধরতে অভিযান শুরু হয়েছে।

৪ কোটি টাকা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে চার্জশিট

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যশোর সীমান্তে কড়া নজরদারি

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চার দম্পতি ও ১ বৃদ্ধা আটক

যশোরের শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাক’ মিলন ঢাকায় গ্রেপ্তার

ওসমান হাদির মাগফিরাত কামনায় যশোরে দোয়া

যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে যবিপ্রবিতে বিক্ষোভ

যশোরে আচরণবিধি লঙ্ঘন করে নেতা-কর্মীদের শোডাউন, বিএনপি প্রার্থীকে শোকজ

বেনাপোলে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

দুদকের জালে এমপি মন্ত্রী আমলা