হোম > সারা দেশ > যশোর

যশোর হাসপাতালে করোনায় ১ জনের মৃত্যু

­যশোর প্রতিনিধি

প্রতীকী ছবি

যশোর জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন শেখ আমির হোসেন নামের এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে তিনি হাসপাতালে মারা যান। এর আগে গতকাল মঙ্গলবার র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ওই ব্যক্তির করোনা শনাক্ত হয়।

শেখ আমির হোসেন বাঘারপাড়ার জহুরপুরের মৃত শেখ মকছেদ আলীর ছেলে।

হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ রবিউল ইসলাম তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ৫ জুন বাঘারপাড়ার আমির হোসেন যশোর জেনারেল হাসপাতালের মডেল ওয়ার্ডে পেটে ব্যথা নিয়ে ভর্তি হন। এত দিন তিনি ওই ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গত রোববার তাঁর নতুন করে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক তাঁকে আইসিইউতে রেফার করেন।

কিন্তু সেখানে শয্যা না থাকায় তিনি মডেল ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সকালে আইসিইউতে শয্যা ফাঁকা হলে পরিবারের লোকজন তাঁকে সেখানে নিয়ে যান। পরে চিকিৎসক তাঁকে করোনা পরীক্ষার পরামর্শ দেন। রোগীর স্বজনেরা দুপুরে বেসরকারি একটি প্রতিষ্ঠানে তাঁর র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করান। পরীক্ষায় তাঁর শরীরে করোনা শনাক্ত হয়। আজ বুধবার ভোরে তিনি মারা যান।

চিকিৎসক রবিউল ইসলাম তুহিন বলেন, কিডনিজনিত সমস্যায় সার্জারি বিভাগের রোগী হিসেবে ৫ জুন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি আরও বলেন, আইসিইউতে সন্দেহজনক আরও তিনজন রোগী রয়েছেন। তাঁরা করোনায় আক্রান্ত কি না, তা পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল