হোম > সারা দেশ > যশোর

যশোর হাসপাতালে করোনায় ১ জনের মৃত্যু

­যশোর প্রতিনিধি

প্রতীকী ছবি

যশোর জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন শেখ আমির হোসেন নামের এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে তিনি হাসপাতালে মারা যান। এর আগে গতকাল মঙ্গলবার র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ওই ব্যক্তির করোনা শনাক্ত হয়।

শেখ আমির হোসেন বাঘারপাড়ার জহুরপুরের মৃত শেখ মকছেদ আলীর ছেলে।

হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ রবিউল ইসলাম তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ৫ জুন বাঘারপাড়ার আমির হোসেন যশোর জেনারেল হাসপাতালের মডেল ওয়ার্ডে পেটে ব্যথা নিয়ে ভর্তি হন। এত দিন তিনি ওই ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গত রোববার তাঁর নতুন করে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক তাঁকে আইসিইউতে রেফার করেন।

কিন্তু সেখানে শয্যা না থাকায় তিনি মডেল ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সকালে আইসিইউতে শয্যা ফাঁকা হলে পরিবারের লোকজন তাঁকে সেখানে নিয়ে যান। পরে চিকিৎসক তাঁকে করোনা পরীক্ষার পরামর্শ দেন। রোগীর স্বজনেরা দুপুরে বেসরকারি একটি প্রতিষ্ঠানে তাঁর র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করান। পরীক্ষায় তাঁর শরীরে করোনা শনাক্ত হয়। আজ বুধবার ভোরে তিনি মারা যান।

চিকিৎসক রবিউল ইসলাম তুহিন বলেন, কিডনিজনিত সমস্যায় সার্জারি বিভাগের রোগী হিসেবে ৫ জুন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি আরও বলেন, আইসিইউতে সন্দেহজনক আরও তিনজন রোগী রয়েছেন। তাঁরা করোনায় আক্রান্ত কি না, তা পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার

৪ কোটি টাকা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে চার্জশিট