হোম > সারা দেশ > যশোর

কেশবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে ফারুক হোসেন (৩৩) নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যকুল গ্রামের বাসিন্দা ফারুক হোসেন স্কুলপড়ুয়া ছাত্রীর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে উত্ত্যক্ত করাসহ নানা কুরুচিপূর্ণ কথা বলে আসছিলেন। ওই মেয়ের পরিবারের পক্ষ থেকে বিষয়টি প্রশাসনকে জানানো হয়।

পরে আজ বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান ওই যুবককে আটক করে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাঁকে কেশবপুর থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ওই যুবককে যশোর জেলহাজতে পাঠানো হয়েছে।

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে