হোম > সারা দেশ > যশোর

মাছের ঘেরে মুদি দোকানির মরদেহ

যশোরের মনিরামপুরে মাছের ঘের থেকে বিল্লাল হোসেন (৪০) নামে এক মুদি দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার লক্ষ্মণপুর এলাকার উজ্জ্বল নামের এক ব্যক্তির মাছের ঘেরে মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘেরের পাড়ে পড়ে থাকা বিল্লালের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করেছে।

বিল্লাল হোসেন লক্ষ্মণপুর গ্রামের আব্দুল সরদারের ছেলে। স্থানীয় নেংগুড়াহাট বাজারে তাঁর মুদি দোকান রয়েছে। 

পুলিশসহ স্থানীয়রা জানান, ব্যবসা করতে গিয়ে অনেক ঋণ করেন বিল্লাল। এ নিয়ে স্ত্রী আমেনা খাতুনের সঙ্গে তাঁর প্রায় ঝগড়া হতো। গত শুক্রবার বিকেলে স্ত্রীর সঙ্গে ফের ঝগড়া হয় বিল্লালের। এরপর তিনি দোকানে চলে যান। রাতে সেখান থেকে আর ফেরেননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে শনিবার বিকেলে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে উজ্জ্বলের মাছের ঘেরে তাঁর মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। 

স্থানীয়দের ধারণা, বিষপানে বিল্লাল আত্মহত্যা করেছেন। বিষ খাওয়ার পর তিনি ঘেরের পাড়ে বমি করেন। সে বমি খেয়ে একটি শালিখ পাখি মারা গেছে। ঘেরের পাড়ে পাখিটিকে মৃত পড়ে থাকতে দেখা গেছে। 

রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক লিটন মিয়া শনিবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে বলেন, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী প্রাথমিক ধারণা করা হচ্ছে ঋণের দায়ে ও স্ত্রীর সঙ্গে অভিমান করে কিছু একটা ঘটেছে। ময়নাতদন্ত ছাড়া বিস্তারিত বলা যাচ্ছে না। 

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ