বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে ককটেল হামলার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে এই হামলা হয়েছে বলে জানিয়েছেন অনিন্দ্য ইসলাম অমিতের বড় ভাই শান্তনু ইসলাম সুমিত।
শান্তনু ইসলাম সুমিত বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে যশোর শহরের ঘোপ পিলু খান সড়কের বাসভবনে একের পর এক বোমা হামলা শুরু হয়। হামলাকারীরা পাশে তাঁদের চাচার বাড়িতেও বোমা নিক্ষেপ করে। বাড়ির প্রধান ফটকে ও ভেতরে বোমাগুলো বিস্ফোরিত হয়। বোমার স্প্লিন্টার বিদ্যুতের তারে লেগে বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একাধিক বোমার বিস্ফোরণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা। ১০ থেকে ১৫ মিনিটের এই হামলায় প্রকম্পিত হয়ে ওঠে গোটা মহল্লা। গভীর রাতে এই বোমা হামলায় আতঙ্কিত হয়ে পড়েন দুই পরিবারের সদস্যরা।
তবে এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, পূজার কারণে দু-একটি এলাকায় বাজি-পটকা ফুটেছে। এর মধ্যে ঘোপ এলাকায় দু-একটি ককটেল ফুটতে পারে—এমন তথ্য তিনি পেয়েছেন। বোমাবাজির অভিযোগ সঠিক নয়।