হোম > সারা দেশ > যশোর

যশোরে হজযাত্রীদের করোনার বুস্টার ডোজ শুরু মঙ্গলবার

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরে হজযাত্রীদের করোনা টিকার বুস্টার ডোজ দিতে জোর তৎপরতা শুরু হয়েছে। আগামী সোমবার সিভিল সার্জন অফিসে করোনা টিকা পৌঁছানোর কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার থেকেই টিকাদান কার্যক্রম শুরু হবে বলে নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক।

যশোর ইসলামি ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, চলতি বছর যশোরের ৭৯৪ জন হজে যেতে নিবন্ধন করেছেন। সৌদি সরকার হজযাত্রীদের জন্য কিছু শর্তারোপ করেছে। এর মধ্যে অন্যতম বুস্টার ডোজ গ্রহণ। এ পরিস্থিতিতে হজযাত্রীদের জন্য গত ২৯ এপ্রিল বিশেষ বিজ্ঞপ্তি জারি করে ধর্ম মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি প্রকাশের পরই শর্ত পূরণে তৎপর হন হজযাত্রীরা। 

এর পরিপ্রেক্ষিতে যশোরের ৭৯৪ জন রয়েছেন বুস্টার ডোজ গ্রহণের অপেক্ষায়। আগামী মঙ্গলবার থেকে পর্যায়ক্রমে তাঁদের বুস্টার ডোজ প্রদানে জোর প্রস্তুতি গ্রহণ করেছে যশোর সিভিল সার্জন অফিস। 

যশোর ইসলামি ফাউন্ডেশন সূত্রে জানা যায়, এ বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। 

যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক বলেন, সোমবার বুস্টার ডোজ টিকা সিভিল সার্জন অফিসে পৌঁছানোর কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার থেকে হজযাত্রীদের বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। 

যশোরে সোনার ১০টি বারসহ আটক ২

চৌগাছায় শিক্ষার্থীদের বহনকারী ইজিবাইক-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে আহত ৮

যশোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ২

ছুটিতে এলাকায় যাওয়া পুলিশ সদস্য তিন দিন ধরে নিখোঁজ

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের নিরঙ্কুশ জয়

যশোরে ভাঙারি ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ, অস্ত্র-গুলি উদ্ধার

কানাডার ভিসা-চাকরির প্রলোভন দেখিয়ে ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সংঘর্ষের পর যবিপ্রবি ক্যাম্পাস থমথমে, সেই দোকানদার আটক

যশোরে ফেনসিডিলের মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

যশোর সার্কিট হাউস থেকে ভুয়া অতিরিক্ত সচিব আটক