হোম > সারা দেশ > যশোর

যৌক্তিক ভাড়া নির্ধারণ চেয়ে বিক্ষোভ

­যশোর প্রতিনিধি

বিক্ষোভে যশোর আইটি পার্কের বিনিয়োগকারীরা। ছবি: আজকের পত্রিকা

যৌক্তিক ভাড়া নির্ধারণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশন। গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোর আইটি পার্কের মূল ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বিদ্যুৎ বিলের জটিলতা নিরসন ও ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির দাবিও জানানো হয়।

বিক্ষোভকারীরা বলেন, যশোর শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ভাড়া প্রতি স্কয়ারফুটে ৫ থেকে ১০ টাকার মধ্যে। অথচ সফটওয়্যার পার্কে নেওয়া হচ্ছে ২২ থেকে ৩০ টাকা পর্যন্ত। এ ছাড়া অনিয়মতান্ত্রিকভাবে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে। বিক্ষোভকারীরা যৌক্তিক ভাড়া নির্ধারণ ও বিদ্যুৎ বিল সমস্যার সমাধান ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য হাইটেক পার্ক কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে সমস্যা সমাধান না করে কালক্ষেপণ করে বিনিয়োগকারীদের সর্বস্বান্ত করার অভিযোগ এনে হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপকের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা।

যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি আহসান কবীর, সহসভাপতি ইমানুর রহমান ইমন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজালাল, সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ নাহিদুল ইসলাম প্রমুখ। এতে ৩৫টি কোম্পানির মালিক ও অফিসের প্রধানেরা অংশগ্রহণ করেন।

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার