হোম > সারা দেশ > যশোর

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ১

যশোর প্রতিনিধি

যশোরের বাঘারপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়লে সেখানে মাছ ধরার সময় এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাঘারপাড়ার শ্রীরামপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সিদ্দিক হোসেন (৫০) বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মৃত শুকুর শেখের ছেলে। আহতরা হলেন—একই গ্রামের মোস্তাক আলীর ছেলে মো. সুফিয়ান (২০), আক্কাস মোল্লার ছেলে মো. সাহিদুল (১৮), বারেক মোল্লা ছেলে আব্দুল মজিদ (৪৮) ও জালাল মোল্লার ছেলে মো. কবির হোসেন (৩৫)। 

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ওসি জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের দক্ষিণ শ্রীরামপুর গ্রামের সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশে মাঠে কয়েকজন মাছ ধরছিলেন। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে খাদে পড়ে যায়। তখন খাদে মাছ ধরা কয়েকজনকে ট্রাক ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে সিদ্দিক হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া আরও চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। 

তিনি আরও জানান, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক উদ্ধার করেছে। ট্রাকের চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড