হোম > সারা দেশ > যশোর

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ১

যশোর প্রতিনিধি

যশোরের বাঘারপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়লে সেখানে মাছ ধরার সময় এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাঘারপাড়ার শ্রীরামপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সিদ্দিক হোসেন (৫০) বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মৃত শুকুর শেখের ছেলে। আহতরা হলেন—একই গ্রামের মোস্তাক আলীর ছেলে মো. সুফিয়ান (২০), আক্কাস মোল্লার ছেলে মো. সাহিদুল (১৮), বারেক মোল্লা ছেলে আব্দুল মজিদ (৪৮) ও জালাল মোল্লার ছেলে মো. কবির হোসেন (৩৫)। 

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ওসি জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের দক্ষিণ শ্রীরামপুর গ্রামের সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশে মাঠে কয়েকজন মাছ ধরছিলেন। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে খাদে পড়ে যায়। তখন খাদে মাছ ধরা কয়েকজনকে ট্রাক ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে সিদ্দিক হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া আরও চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। 

তিনি আরও জানান, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক উদ্ধার করেছে। ট্রাকের চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার