হোম > সারা দেশ > যশোর

অভয়নগরে ট্রাকে সংঘর্ষ, চালকের সহকারী নিহত

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগরে দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাক। ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (৪৫) নামের এক ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলনাগামী বিছালীবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬৩৬৯০) ফায়ার সার্ভিসের সামনে শেখ ব্রাদার্সের স্কেলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সেই ট্রাক দুমড়ে মুচড়ে যায়। তাতে ট্রাকচালকের সহকারী আলমগীর হোসেন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি নওগাঁয়। ধারণা করা হচ্ছে, ঘুম চোখে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে খুলনাগামী একটি ট্রাক ধাক্কা দিলে চালকের সহকারী গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যশোরে ছাত্রদলের ম্যারাথনে দৌড়ালেন পাঁচ শতাধিক নবীন-প্রবীণ

যশোরে বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যশোরে গণপিটুনিতে যুবক নিহত, চুরি করতে গিয়ে ধরা বলে দাবি এলাকাবাসীর

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর