হোম > সারা দেশ > যশোর

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মনিরামপুরের সাবেক ইউপি সদস্য নিহত

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

আব্দুল কাদের বাবুল। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় সড়কের পাশে ঘাস কাটার সময় যানবাহনের ধাক্কায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম আব্দুল কাদের বাবুল (৬০)। তিনি যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন। বাবুল ১৫-১৬ বছর আগে ইউপি সদস্য থাকা অবস্থায় মালয়েশিয়ায় পাড়ি জমান।

আজ বুধবার মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ১টার দিকে সেরেমবান শহরে দুর্ঘটনাটি ঘটে। আব্দুল কাদের বাবুল মনিরামপুরের কোদলাপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। এ ঘটনায় তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

রোহিতা ইউপির কোদলাপাড়া ওয়ার্ডের বর্তমান সদস্য রেজাউল ইসলাম বলেন, ‘আব্দুল কাদের বাবুল আমার প্রতিবেশী। ১৫-১৬ বছর আগে তিনি এই ওয়ার্ডের ইউপি সদস্য থাকা অবস্থায় মালয়েশিয়ায় পাড়ি জমান। দুপুরে দেশটির সেরেমবান শহরে সড়কের পাশে ঘাস কাটার কাজ করছিলেন তিনি। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী যানবাহন তাঁকে ধাক্কা দেয়। বাবুল ১৫-২০ ফুট দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর সঙ্গে ভারতের এক নাগরিক কাজ করছিলেন। তিনিও ওই দুর্ঘটনায় মারা গেছেন বলে সেখান থেকে জানতে পেরেছি।’

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে