যশোর মনিরামপুর উপজেলায় ট্রলি চাপায় আনিসুল ইসলাম (৫০) নামের এক পথচারীর মারা গেছেন। গতকাল সোমবার বিকেলে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আনিসুল ইসলাম মনিরামপুর উপজেলার গয়েশপুর গ্রামের মোসলেম বিশ্বাসের ছেলে।
নিহতের স্ত্রী চায়না খাতুন জানান, সাইকেলে চড়ে তাঁর স্বামী দোকানে বিড়ি-সিগারেট ফেরি করতেন। সোমবার দুপুর ১২টার দিকে মনিরামপুর বাজারের গাংড়া মোড়ে বাইসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। হঠাৎ একটি ট্রলি এসে তাঁকে ধাক্কা দিলে সাইকেল নিয়ে তিনি পড়ে যান। তখন ট্রলির চাকা তাঁর পেটের ওপর উঠে যায়। তাঁকে দ্রুত উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাঁকে যশোর সদর হাসপাতালে রেফার করেন। সেখানে তিনি মারা যান।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।